১৭৫ ট্রাক গম বাংলাদেশে পাচারের চেষ্টার ঘটনায় তদন্ত করবে সিআইডি, বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ নভেম্বর: সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্ত দিয়ে ১৭৫ ট্রাক গম বাংলাদেশে পাচারের চেষ্টা রুখে দিয়েছে বসিরহাট থানার পুলিশ। পাঞ্জাব ও হরিয়ানার ট্রাকে করে ওই বিপুল পরিমাণ গম বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “গভীর ষড়যন্ত্র করে বাংলার সীমান্ত দিয়ে গম পাচারের চেষ্টা করা হচ্ছিল। যা বসিরহাট থানার পুলিশ রুখে দিয়েছে। বিরোধীরা জানে না যে বাংলা গম উৎপাদন করে না। সীমান্ত রক্ষার দ্বায়িত্বে আছে
বিএসএফ। গম এসেছিল পাঞ্জাব, হরিয়ানা থেকে। বাংলার সীমান্ত দিয়ে পাচারের এই চেষ্টা আসলে গভীর ষড়যন্ত্র। তাই এর পিছনে কারা আছে তার যথাযথ তদন্ত করা হবে। প্রয়োজনে সিআইডি এই ঘটনার তদন্ত করবে। আমরা সত্য প্রকাশ্যে আনবই ।”

বারাসাতে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান বিক্রি প্রকল্পের সূচনা করে একথাই বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *