পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ নভেম্বর: শিশু নিখোঁজের ঘটনার তদন্তে এল সিআইডির প্রতিনিধি দল। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামে নিখোঁজ হয়ে যাওয়া শিশুর খোঁজে মঙ্গলবার দুপুরে সিআইডির একদল প্রতিনিধি হাজির হয়। তারা সম্ভাব্য বিভিন্ন জায়গা খুঁজে দেখেন।
উল্লেখ্য, গত বুধবার নেপুরা গ্রামের পাঁচ বছরের শিশু অরণ্য মাঝি বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায়। বাড়ির সামনে তাকে খেলতে দেখে পাশেই স্নান করতে গিয়েছিল ওই শিশুর মা। আধ ঘণ্টার মধ্যে ফিরে এসে আর শিশুকে খুঁজে পায়নি। এরপর গুড়গুড়িপাল থানায় নিখোঁজ ডায়েরি করে ওই শিশুর পরিবার। সেই থেকে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে শিশুটিকে খুঁজেছে।

শনিবার শিশুটিকে খুঁজতে স্নিফার ডগ ও ড্রোন নিয়ে তল্লাশি করে গুড়গুড়ি পাল থানার পুলিশ। কিন্তু কোনো সন্ধান পায়নি। এরপর মঙ্গলবার দুপুরে ওই গ্রামে হাজির হয় সিআইডির একদল প্রতিনিধি। নিখোঁজ শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রামের বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখেন।

