সিআইডিকে আগামী দিনে দেশের সর্বোচ্চ আসনে বসানো উচিত, মণীশ খুনের ঘটনার তদন্ত প্রসঙ্গে বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ অক্টোবর:
সিআইডিকে আগামী দিনে দেশের সর্বোচ্চ আসনে বসানো উচিত ব্যারাকপুরে বিজেপি নেতা মণীশ খুনের ঘটনার তদন্ত প্রসঙ্গে এমনই মন্তব্য খাদ্যমন্ত্রীর। অর্জুনের নামে ২৪টি খুনের অভিযোগ সহ ৬৬টি অভিযোগ রয়েছে বলে জানান পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।

দিন কয়েক বাদেই শারদীয়া দুর্গোৎসব তার আগেই রবিবার দুপুরে হাবড়াতে এসে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং জেলার অন্যতম তৃণমূল নেতা তথা বারাসাত জেলার পর্যবেক্ষক নির্মল ঘোষের হাত ধরে হাবড়ার ২০৫টি পুজো মন্ডপকে সরকারিভাবে ৫০ হাজার টাকা করে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। ব্যারাকপুরে বিজেপি নেতা মণীশ হত্যা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, ঘটনায় আসল দোষীদের খুঁজে বের করতে হবে। সিআইডি প্রায় সমস্ত জাল গুটিয়ে ফেলেছেন মাত্র ৩০ ভাগ বাকি রয়েছে সেটিও খুব দ্রুত সেরে ফেলবেন আর এই কাজ যদি সিবিআই করতেন তাহলে আগামী ১৭ বছরেও শেষ করতে পারতেন না। তাই সিআইডিকে দেশের সর্বোচ্চ আসনে বসানো উচিত বলে দাবি করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পাশাপাশি মণীশ হত্যার ঘটনার সঙ্গে যারা জড়িত সেই প্রসঙ্গে বারাকপুরের সংসদ অর্জুন সিং’কে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন “ডাল মে কুচ কালা হে” আবার আরও বলেন, চোরের মায়ের বড় গলা। এমনও হতে পারে মণীশ হত্যাকাণ্ডের মূল পান্ডা হয়তো এই বারাকপুর এই ঘুরে বেড়াচ্ছেন। অর্জুনের এত ভয়ের কি আছে? অর্জুন সমাজবিরোধীদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন তাই ভয় পাচ্ছেন। ইউপি বিহারে সমাজবিরোধী নিয়ে ঘুরে বেড়িয়েছেন তাদের মৃত্যু কিন্তু সমাজবিরোধীর হাতেই হয়েছে তাই মৃত্যু অপমৃত্যুই হয়। পাশাপাশি সাংসদ অর্জুন সিং এই খুনের পেছনে নির্মল ঘোষ সহ তিন তৃণমূল নেতার নাম ইঙ্গিত করতেই সেই প্রসঙ্গে এদিন জেলার পর্যবেক্ষক নির্মল ঘোষ জানান, তৃণমূল খুনের রাজনীতি করেনা তাই অর্জুন সিং যে মন্তব্য করছেন সেটি পুরোটাই মিথ্যে। তাছাড়া অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রায় ২৪টি খুনের অভিযোগ সহ মোট ৬৬টি অভিযোগ রয়েছে তাই যে এই ঘটনার প্রকৃত দোষী সে তো নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছুই বলবেন, সেই নিয়ে কোনও গুরুত্বই দিচ্ছে না তৃণমূল এমনটাই মন্তব্য নির্মল ঘোষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *