পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৩ নভেম্বর: নৃশংসভাবে দুই শিশুকন্যাসহ একই পরিবারের পাঁচ সদস্যের রহস্যজনক খুনের ঘটনার তদন্তে নামল সিআইডি। শুক্রবার কলকাতার ভবানী ভবন থেকে সিআইডির একটি বিশেষ টিম দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর গ্রামে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিন পুলিশের সিল করে রাখা মৃতের বাড়ি সহ আশপাশ খতিয়ে দেখেন সিআইডির কর্মীরা। বাড়ির বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্টও সংগ্রহ করেছে তিন সদস্যের ওই প্রতিনিধি দলটি। একইসাথে ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি ছোট মাপের বোতল বেশ কিছুক্ষন ধরে খতিয়ে দেখে সিআইডির টিম। যার মধ্যে বিষাক্ত কিছু পদার্থ রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী সংস্থা। এদিন দুপুরে তপন থানার ওসি সৎকার সাংবোকে সঙ্গে নিয়ে মৃত অনু বর্মনের বাড়ি থেকে তার হাতের লেখা একটি খাতাও উদ্ধার করেছে সিআইডি। কিছুদিন আগে বাড়ি তৈরীর সময় হিসাব লিখে রেখেছিলেন বাড়ি মালিক অনু বর্মন। যার সাহায্যেই মৃতর হাতে লিখে যাওয়া চারজনের নাম সঠিক অনু বর্মনেরই হাতের লেখা কিনা তার সত্যতা উঠে আসবে সি আই ডির তদন্তে বলেই মনে করা হচ্ছে।
মৃত্যুঞ্জয় রায় সহ তিন সদস্যের ওই প্রতিনিধিদলটি এদিন মৃতের বাড়ি থেকে আরো একাধিক তথ্য সংগ্রহ করেছেন। খতিয়ে দেখেছেন খুন হওয়া রক্তমাখা শিশুদের বিছানা ও ঘরগুলি। নগদ টাকা না পাওয়া গেলেও বেশকিছু সোনার গয়না এদিন উদ্ধার করেছে সি আই ডির ওই বিশেষ প্রতিনিধি দলটি।
উল্লেখ্য গত রবিবার সকালে তপনের চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুরে এক নৃশংস ঘটনা সামনে আসে। দুই শিশু সহ একই পরিবারের চারজনকে কুপিয়ে মেরে ফেলার পাশাপাশি একজনকে দড়িতে ঝুলিয়ে দেওয়ার ঘটনা সামনে আসে। যার ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসতেই প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে মানসিক অবসাদগ্রস্থ হয়ে পরিবারের সদস্যদের খুন করে নিজে আত্মহত্যা করেছে বাড়ি মালিক অনু বর্মন বলে চালিয়ে দেবার চেষ্টা করে। পুলিশের এমন যুক্তি উড়িয়ে খুনের জোড়ালো অভিযোগ সামনে আনেন মৃতের দিদি। একই অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রাও। যাদের অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনার তদন্তে এলাকায় পৌঁছয় কলকাতার ভবানী ভবন থেকে আসা সিআইডির বিশেষ টিম।
মৃত অনু বর্মনের আত্মীয় অমিত বর্মন জানিয়েছেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেই ঘটনা সকলের সামনে আসা উচিত। সিআইডি তদন্তেই পুঙ্খানুপুঙ্খ তথ্য সামনে আসবে। দোষীরা যাতে কঠোর শাস্তি পায় সে ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।
এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য পরেশ বর্মন জানিয়েছেন, সঠিক তদন্ত হলে এই ঘটনার প্রকৃত কারণ সামনে উঠে আসবে। সিআইডির সংগ্রহ করা নমুনা পরীক্ষা করলে ঘটনা আরো পরিস্কার হবে। উন্মোচন হবে রহস্যেমোড়া এই ঘটনা।