তৃণমূল বিধায়ক হত্যা মামলায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ সিআইডির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ সেপ্টেম্বর: বিপাকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জসিট জমা দিল সিআইডি। সোমবার রানাঘাট মহকুমা আদালতে আইপিসি ১২০বি ও আইপিসি ৩০২ ধারায় চার্জশিট জমা করেছে সিআইডি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নিজের বাড়ির কাছেই খুন হয়েছিলেন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হয়েছিলেন কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস।রক্তাক্ত অবস্থায় তাকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঐদিন সন্ধ্যেবেলা ফুলবাড়ি এলাকায় একটা পুজো মণ্ডপে তিনি গিয়েছিলেন। যেখানে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সেই সময় তার মাথায় গুলি করে খুন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। বিধায়ক খুনে ব্যবহৃত বন্দুকটি পুলিশ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল হ্যান্ড মেড রিভলবার থেকেই গুলি চালানো হয়েছিল। এরপর তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। বিধায়ক খুনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপি নেতা মুকুল রায়ের নামও উঠে আসে। আজ বিধায়ক খুনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে রানাঘাট মহাকুমা আদালতে সিআইডি চার্জশিট জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *