টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রায়গঞ্জের এক বিশিষ্ট ব্যাবসায়ীকে আটক সিআইডির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ এপ্রিল: প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে রায়গঞ্জের এক বিশিষ্ট ব্যাবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো সিআইডি। সূত্রের খবর, ঐ ব্যবসায়ীর নাম কৃষান কুমার আগরওয়াল। তিনি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ।

সিআইডি সূত্রের খবর, এই চক্রের পেছনে আরও প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন জেলাতে। শুক্রবার ওই ব্যাবসায়ীকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।
সিআইডি সূত্রে জানা গেছে, ধৃত ব্যাবসায়ী কৃষান কুমার আগরওয়ালের বিরুদ্ধে ৪২০/ ৪৬৮/৪৭১/১২০বি/৩৪ ইন্ডিয়ান পেনাল কোড ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ১৪ দিনের হেপাজতের আবেদন করা হয়েছে সিআইডির তরফে।

উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিল মাসের ১ তারিখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রঘুনাথপুেরর বাসিন্দা তপন বাগচী কালিয়াগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পত্রে মোট পাঁচ জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সিআইডি রায়গঞ্জ শহরের বিশিষ্ট ব্যাবসায়ী কৃষান কুমার আগরওয়ালকে গ্রেফতার করে। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে চিফ্ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়।

রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নিলাদ্রি সরকার বলেন, চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে কৃষাণ কুমার আগারওয়াল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় যুক্ত রয়েছে আরও কয়েকজন। চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া এবং পরবর্তীতে ভুয়ো শংসাপত্র সহ বিভিন্ন কাগজপত্র প্রদানের মধ্য দিয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করার চেষ্টা এবং চাকরি দিতে না পারা সত্ত্বেও চাকরি প্রার্থীদের টাকা ফেরত না দেওয়ার অভিযোগে এদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *