সাথী দাস, পুরুলিয়া, ২৭ মে: টাওয়ার কাণ্ডে সিআইডি’র হাতে আরো ৪ জন গ্রেফতার হল। এই নিয়ে মোট ২৮ জনকে গ্রেফতার করল সিআইডি। আজ তাদের মধ্যে আগের গ্রেফতার হওয়া ২১ জন ও গতকালের গ্রেফতার করা চারজনকে জেলা আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুরুলিয়ার কেন্দা থানা এলাকার এক বাসিন্দা স্থানীয় কেন্দা থানায় লিখিত অভিযোগ করেন। সেই ঘটনার তদন্তভার হাতে নেয়
সিআইডি। প্রথমে চলতি মাসের ১২ তারিখ কলকাতা থেকে ২০ জনকে গ্রেফতার করে। পরে আরো ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে নিজেদের হেফাজতে নেয় সিআইডি। তাদের জিজ্ঞাসাবাদ করার পর গতকাল আরো ৪ জনকে গ্রেফতার করে। আজ এই মামলায় ধৃত ২৫ জনকে জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের মধ্যে ২১ জনকে জেল হেফাজত ও গতকাল যে ৪ জনকে গ্রেফতার করে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মামলায় আরও বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা যোগ করা হয়েছে। ফের তাদের আগামী ৯ জুন তাদের জেলা আদালতে তোলা হবে।

