আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ ডিসেম্বর: দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ভোইসপিটা ফলব্রিজ এলাকায়। তবে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালোকেই ঘটেছে ছিনতাইয়ের ঘটনাটি।

স্থানীয় সূত্রে জানাগেছে, একজন চা বাগান মালিক তার লেবারদের পারিশ্রমিক দেওয়ার জন্য একটি ছোট অলটো গাড়িতে আনুমানিক পাঁচ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই স্থানীয় ফল ব্রিজে কিছু ছিনতাইকারী প্রথমে গাড়িটির সামনের অংশে বড় বড় পাথর ছোড়ে, তারপর চারবার বন্দুক দিয়ে শূন্যে গুলি ছোড়ে। বাগান মালিক তৎক্ষণাৎ গাড়িটি দাঁড় করিয়ে দেয় তখনই দুষ্কৃতীরা তাদের ওপর চড়াও হয়। গাড়িতে থাকা তিনজন আহত হয়। এর পাশাপাশি গাড়িতে থাকা পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রকাশ্য দিবালোকে এই ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে ওই বাগান মালিক দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যদিও এব্যাপারে পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

