আমাদের ভারত, ৯ ডিসেম্বর: চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে ‘স্পিচ টু টেক্সস্ট সফটওয়্যার’-এর সাহায্যে ইএমআর অর্থাৎ ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড পরিষেবা চালু হল।
এই সফটওয়্যার ব্যবহার করে চিকিৎসক ও রোগী উভয়ের সময় সাশ্রয় হবে। রোগীর সঙ্গে কথা বলার সময় চিকিৎসককে রোগীর হিস্ট্রি ও পরামর্শ টাইপ করতে হবে না। তিনি ছোট্ট একটি মাইক্রোফোনে কথা বলবেন, সেটি টাইপ হয়ে বেরিয়ে আসবে। রোগীর প্রয়োজনীয় পরীক্ষার তালিকা ল্যাবরেটরি সফটওয়্যার মারফৎ ল্যাবে চলে যাবে এবং প্রয়োজনীয় ওষুধের তালিকা চলে যাবে ফার্মেসিতে।
এর ফলে রোগীদের একদিকে হয়রানি কমবে অন্যদিকে প্রেসক্রিপশন নিয়ে আসার ঝামেলা থাকবে না। ইউএইচআইডি অর্থাৎ ইউনিভার্সাল হসপিটাল আইডেনটিটি নম্বর দিলেই রোগীর যাবতীয় তথ্য পাওয়া যাবে জানালেন সিএনসিআই-এর অধিকর্তা ডাক্তার জয়ন্ত চক্রবর্তী।