সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৫ ডিসেম্বর: উৎসবের মরসুমে ফের অসুবিধায় পড়তে চলেছেন উত্তর কলকাতা ও উত্তর শহরতলির বাসিন্দারা। টালা ব্রিজ তো বন্ধ রয়েছে, তার উপরে এবার বন্ধ হতে চলেছে চিৎপুর ক্যানেল সার্কুলার ব্রিজ। বৃহস্পতিবার থেকে ৫ দিনের জন্য এই ব্রিজ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার রাতে বন্ধ করা হবে ব্রিজ।
মূলত মেরামতির জন্য বন্ধ থাকবে ব্রিজ। এমনিতেই টালা ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ। এরই পাশাপাশি চিৎপুর ক্যানেল সার্কুলার ব্রিজ বন্ধ হওয়ার ফলে বাড়তি অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভূপেন বোস এভিনিউ দিয়ে রাতে গাড়ি চলবে। কেভিভি রোড দিয়েও রাতে গাড়ি চালানো হবে। বাগবাজার থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।