iPhone, India, চিনের একচেটিয়া বাজারে বড়সড় থাবা, ভারতে তৈরি iphone বিশ্ববাজারে তুমুল জনপ্রিয়

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: মঙ্গলবার অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাতে iphone 17 নিয়ে বিশ্বজুড়ে আলোচনা তুমুল হইচই শুরু হয়েছে। ব্যপক জনপ্রিয়তা পেয়েছে iphone 17। আর এর ফলে ভারতের উৎপাদন ক্ষমতা নিয়ে আইফোন তৈরিতে চিনের একাধিকত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইফোনে আপেলের বড় ভরসার জায়গা হয়ে উঠেছে ভারত।

ভারতে আইফোন তৈরি করে করে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স ও পেগাট্রন। আর এবার বেঙ্গালুরুর কাছে ৩১ একর জমির উপর দেশের বৃহত্তম কারখানা তৈরি করছে ফক্সকন। এখানে প্রায় এক লক্ষ কর্মী কাজ করতে পারবে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যে ২৫ হাজারের বেশি কর্মী এখানে কাজ শুরু করে দিয়েছেন। এর বেশিরভাগ কর্মী মহিলা। এইভাবে মহিলাদের ক্ষমতায়নের কাজও করছে সংস্থাটি। আর এই বিরাট পরিকাঠামো চিনের ওপর আপেলের নির্ভরশীলতা কমাতে বড় ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব বাজারে লঞ্চ হওয়ার সাথে সাথেই মেড ইন ইন্ডিয়া আইফোন পৌঁছে যাচ্ছে ক্রেতাদের ঘরে ঘরে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত থেকে প্রায় ২২ মিলিয়ন ডলারের আইফোন তৈরি হয়েছে। আর এর প্রায় ৮০ শতাংশ রপ্তানি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের প্রোডাকশন লিংকড ইন্সেন্টিভ স্কিম বা পি এল আই বিপ্লবের মূল কারণ। আর কর্মসংস্থানের দিক থেকেও নতুন আশা জাগাচ্ছে আপেলের এইসব কারখানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *