চিনকে উচিত শিক্ষা: টিকটক সহ ৫৯টি অ্যাপ দেশে ব্যান করল কেন্দ্রীর সরকার

আমাদের ভারত, ২৯ জুন:
চিনকে উচিত শিক্ষা দিতে এবার বড়সড় পদক্ষেপ নিল ভারত। ওয়াকিবহাল মহল বলেছে প্রত্যাঘাত শুরু ভারতের। টিকটক সহ ৫৯ চিনা অ্যাপ ব্যান করলো ভারত সরকার।

চিনের সঙ্গে ক্রমেই উত্তেজনা বাড়ছে সীমান্তে। আর সেই কারণেই এবার চিনকে শিক্ষা দিতে টিকটক সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ ব্যান করল মোদী সরকার। তালিকায় শেয়ার ইট, ইউ এস ব্রাউজারের মত অ্যাপও রয়েছে। চিনা অ্যাপের মাধ্যমে তথ্য চুরির অভিযোগও বার বার উঠেছে।

১৫ জুন গালওয়ানে দু-পক্ষের সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। আর তারপর থেকেই দেশজুড়ে চিনাপণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। চিনা অ্যাপ ব্যান করার দাবিও উঠেছিল।

সোমবার রাতে কেন্দ্রীয় ইলেকট্রনিক্সও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এই সমস্ত চিনা অ্যাপের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৬৯এ ধারা এবং ২০০৯ সালে তথ্য প্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করেছে মোদী সরকার। দেশের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্র।
যে অ্যাপগুলি ব্যান করা হয়েছে তার তালিকা নীচে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *