পশ্চিম মেদিনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা পালন করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কবিতা উৎসব, কুইজ প্রতিযোগিতা এবং প্রতি মাসের মতো এ মাসের দেওয়াল পত্রিকা ‘কিশলয়’ প্রকাশের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি পালন করে স্কুলের ছাত্রছাত্রীরা।

বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি উত্তাল হয়ে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা শহরের রাজপথ। আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণের ফলে আবুল বরকত, রফিকউদ্দিন, আবদুল জব্বার, আবদুস সালাম, শফিউর রহমান প্রমুখরা শহিদ হন। এরপরে এই বর্ষব্যাপী অন্দোলন, বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি, মুক্তি আন্দোলন, বাংলাদেশের জন্ম প্রভৃতি ঘটনা পরম্পরা। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের ঘটনাকে স্মরণ করে সারা পৃথিবী জুড়ে মাতৃভাষা দিবস পালিত হয়। শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে সেই স্মরণে সামিল পলাশী প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *