আমাদের ভারত, ২৪ আগস্ট: আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই শিশুদের টিকাকরন শুরু হবে। কোমর্বিটি রয়েছে এমন শিশুদের আগে টিকাকরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কবে টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান কে আরোরা।
এখন ১২ বছর বয়সী শিশু কিশোরদের টিকাকরণে জন্য তোড়জোড় শুরু করেছে সরকার। আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর থেকেই সেই টিকাকরণ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন অরোরা। তিনি বলেন, দেশে ১২-১৭ বছর বয়সী শিশু কিশোরের সংখ্যা ১২ কোটি। এদের মধ্যে এক শতাংশের কোমর্বিডিটি রয়েছে। ফলে সেই সংখ্যাটা নেহাত কম নয়। টিকাকরণে তারা অগ্রধিকার পাবে।
দু বছরের বেশি বয়সীদের ওপর পরীক্ষামূলক কোভিড টিকা প্রয়োগ করা হচ্ছে। অক্টোবরের শেষের দিকে কোভ্যাক্সিনের টিকার প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন কে আরোরা।
কোন শিশুদের এবং কি ধরনের কোমর্বিডিটি থাকলে আগে তাদের আগে টিকা দেওয়া হবে তার একটি তালিকা শীঘ্রই চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আসছে। অক্টোবরেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা বলেছেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউতে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশ খানিকটা বেশি। ফলে শিশুদের যত তাড়াতাড়ি সম্ভব টিকাকরণে জোর দিতে চাইছে সরকার।

