শিশুরা করোনা সুপার স্প্রেডার হতেই পারে, স্কুল খোলার সিদ্ধান্তের আগে বড় আশঙ্কার কথা বলল আইপিএমআর

আমাদের ভারত,২৯ অক্টোবর: শিশুরা করোনায় আক্রান্ত হবার সম্ভাবনা ততটা নেই একটা সময় এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আই সি এম আর এবার এবিষয়ে বড়সড় আশঙ্কার কথা শোনালো। আই সি এম আরের ডিরেক্টর বলরাম ভার্গবের বক্তব্য শিশুরা করোনা সংক্রমণ ছড়াতে পারে ব্যাপক হারে। তাদের নিয়ে আমাদের ধারণা বদলাতে হবে।

ভার্গব বলেছেন শিশুরা হয়ে উঠতে পারে করোনার স্প্রেডার বা সুপার স্প্রেডার। এমনই ইঙ্গিত পাওয়া গেছে সাম্প্রতিক গবেষণায়। ভার্গব বলেন আমাদের দেশে ১৭ বছরের নিচে সক্রিয় করোনা আক্রান্ত মাত্র ৮ শতাংশ। আর পাঁচ বছরের নিচে আক্রান্তের হার ১ শতাংশ। করোনা ছাড়াও শিশুরা কাওয়াসাকি রোগে আক্রান্ত হচ্ছে। এই সময় বিশ্বজুড়ে।

ভার্গবের কথায় যদিও এই রোগ ভারতে খুব বেশি দেখা যায় নি। তবে দুনিয়ার অন্যান্য জায়গায় এই রোগ দেখা গিয়েছে। এই রোগে শিশুদের ধমনীর মধ্যে রক্ত জমাট বেধে যায় এবং শিশুটি হৃদরোগে আক্রান্ত হয়। মিজোরামে ৩১৫ জন শিশু করোনায় আক্রান্ত হলেও তাদের মধ্যে কাওয়াসাকি রোগের কোন লক্ষ্য নেই।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ্য করা গেছে সে শিশুরা ব্যাপক হারে করোনা ছড়াচ্ছে। কারণ জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পরে সেখানে কয়েক লাখ শিশু করোনা আক্রান্ত হয়। ফলে শিশুদের করোনা সংক্রমনের বাহক হিসেবে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *