আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি :
চিকিৎসা চলছে এই অবস্থায় এক শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় ভগবানপুরে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বলরামচক গ্রামের বাসিন্দা সেক নাজিম তার ১ বছর ২ মাসের শিশু সন্তান সেক রকিকে আজ ভোরবেলা চিকিৎসার জন্য নিয়ে আসে লালপুরে অভিজিৎ পাত্র নামের এক গ্রামীণ চিকিৎসকের বাড়িতে। বুকে কফ, শ্বাসকষ্ট ও বমির উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ছোট্ট সেক রকি চিকিৎসা শুরুর মিনিট দশেক পরে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
এই ঘটনার পরে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনে রকি’র পরিবারের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ভগবানপুর থানার পুলিশ। মৃত শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসক ফেরার। ভগবানপুর থানার পুলিশ চিকিৎসকের স্ত্রী ও পরিবারের অপর দুই সদস্যকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।