গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৮ জানুয়ারি: দিদির জন্মদিনে বেলুন ফোলাতে গিয়ে দম আটকে গিয়ে প্রাণ হারালো এক শিশু। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভা দৌলতপুর তেলিপাড়া এলাকায়। নিহত শিশুর নাম যশ পন্ডিত, ডাকনাম বুদ্ধদেব।
জানা গেছে, বাবা জয়দেব পন্ডিতের চার সন্তানের মধ্যে যশ ছিল একমাত্র পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় ছিল দিদির জন্মদিন। সেই উপলক্ষে বাড়িতে ছিল উৎসবের আমেজ। রঙিন বেলুনে রঙিন হয়ে উঠেছিল গোটা বাড়ি। পরিবারের সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলেন, আর ঠিক তখনই সবার অজান্তে ছোট শিশু যশ বেলুন ফোলানোর চেষ্টা করে। হঠাৎ একটি বেলুন তার মুখের ভেতরে ঢুকে গিয়ে শ্বাসনালীতে আটকে যায়। দম বন্ধ অবস্থায় শিশুটিকে গ্রামীন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিশুটাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে। শিশুটির চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিশুটি।
এক মুহূর্তে আনন্দ, হাসি ও আলো নেমে যায় শোকের অন্ধকারে। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

