আমাদের ভারত, হাওড়া, ১০ সেপ্টেম্বর: একটি বেসরকারি আবাসিক ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন পুকুর থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল উলুবেড়িয়া বাগান্ডা রণমহলে। মৃত শিশুর নাম নুসরৎ জাহান (৫)। বাড়ি বাঁকুড়া সোনামুখী এলাকায়। বুধবার রাতের এই ঘটনায় উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
জানাগেছে, উলুবেড়িয়ার আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে জনা কুড়ি পড়ুয়া আছে। সপ্তাহ তিনেক আগে নুসরৎ তার মায়ের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসে। মেয়ে ছোট হওয়ায় মা কয়েকদিন তার সঙ্গে ছিল। যদিও দিন তিনেক আগে তিনি মেয়েকে রেখে বাড়ি ফিরে যান।
আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর, বুধবার দুপুরে নুসরৎ সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে চলে যায়। এর পরে তাঁকে আর দেখতে পাওয়া যায় না। পরে চারিদিকে খোঁজাখুঁজর পর শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ তুলে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর গভীর রাতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের শান্ত করে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনা সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানের কত্রী মারুফা খাতুন জানান, আবাসিকের রাধুনী বাসনপত্র ধোয়ার জন্য মূল দরজা খুলে রাখার সুযোগে নুসরৎ পুকুর পাড়ে চলে যাওয়ায় এই বিপত্তি। তিনি জানান, ছোট্ট শিশুর পুকুরে ঢিল ছোড়ার নেশা ছিল। খুব সম্ভবত সেই নেশার জন্য সে পুকুরের দিকে চলে যাওয়ায় অসাবধানবশত পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। কিভাবে সকলের নজর এড়িয়ে ছোট্ট শিশু পুকুরপাড়ে চলে গেল সেই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি মারুফা খাতুন।