আমাদের ভারত, বালুরঘাট, ৬ডিসেম্বর: বাবা মা’র অনুপস্থিতিতে ভাতের হাঁড়ির জলে পড়ে মৃত্যু হল এক বছরের শিশু পুত্রের। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তপন ব্লকের মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পাতকোলা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম শিবম ঠাকুর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই শিশুর পরিবারে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এলাকার বাসিন্দা পেশায় ক্ষৌরকার মদন ঠাকুরের ছোটো ছেলে শিবম। এদিন সকালে নিজের কাজে বেড়িয়ে যান মদনবাবু। সেই সময় তাঁর স্ত্রী রেখা ঠাকুর বড় ছেলেকে দেখার কথা বলে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান। দাদার সাথে খেলা করবার সময় নজর এড়িয়ে ছোট্ট শিবম ভাতের হাঁড়ির ঢাকনা খুলতেই তাঁর ভেতরে অর্ধেক অবস্থায় ঢুকে পড়ে ছোট্ট শিশুটি। হাঁড়ির জলে বেশকিছুক্ষণ থাকতেই শ্বাসরুদ্ধ হয়ে যায় ছোট্ট শিবমের। বাড়িতে ফিরে ঘটনা চাক্ষুষ করতেই তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান মা রেখা ঠাকুর। যদিও শেষ রক্ষা হয়নি। বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছেন।
মৃত শিশুর বাবা মদন ঠাকুর এমন ঘটনায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। বাড়ির লোকের ফোন শুনে ছুটে এসে দেখেছেন ছেলের মৃতদেহ।