সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩ ডিসেম্বর: নিখোঁজ শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার পাচকুদা গ্রামে। মৃত ওই শিশুর নাম সেরাজুল খান (৬)। তার বাড়ি ওই গ্রামেই।
সূত্রের খবর, “তিনদিন ধরে নিখোঁজ ছিল শিশুটি। পরিবারের লোকজন দীর্ঘ খোঁজাখুঁজির পরেও কোনও খোঁজ না মেলায় বরাবাজার থানায় নিখোঁজ ডায়ারি করে। আর এদিন পাচকুদা গ্রামেরই অদূরে ওই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পেছনে কারা দায়ী তার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ। পুলিশ এদিনই দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই শিশুর পরিবারের অভিযোগ খুন করে জলে ফেলে দেয় দুষ্কৃতীরা।