Child, Monkey, Sabang, সবংয়ে হনুমান হানায় জখম শিশু ও মহিলা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নম্বর বলপাই অঞ্চলের নিশ্চিন্তা গ্রামে আইসিডিএস সেন্টার থেকে ফেরার পথে পাঁচ বছর বয়সী শিশু অনিকেত গাজর ও এক মধ্যবয়সী মহিলা কবিতা কটাল হনুমানের আকস্মিক আক্রমণের শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা আইসিডিএস সেন্টার থেকে ছোট ছোট বাচ্চারা যখন বাড়ি ফিরছিল, সেই সময় হঠাৎ করে একদল হনুমান তাদের উপর আক্রমণ চালায়। শিশুটির আর্তনাদ ও মহিলার চিৎকারে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এলে হনুমানদের দলটি পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি গুরুতরভাবে জখম হয়।
ঘটনার পরই স্থানীয়রা আহত শিশু ও মহিলাকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটির হাতে স্টিচ দেওয়া সম্ভব নয়, তবে পায়ের ক্ষতস্থানে তিন-চারটি সেলাই করতে হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কর্মাধ্যক্ষ শেখ আবুল কালাম বক্স দ্রুত হাসপাতালে পৌঁছান এবং নিজে উদ্যোগ নিয়ে বিএমওএইচ- এর সঙ্গে যোগাযোগ করে দ্রুত স্থানান্তর করার ব্যবস্থা করেন। সেই সঙ্গে তিনি মন্ত্রী ডা: মানস রঞ্জন ভু্ঁইঞাকে বিষয়টি জানান। তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিভাগের সঙ্গে কথা বলেন এবং আহত শিশুর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া বনদপ্তরের সঙ্গে কথা বলে এলাকায় বারবার ঘটে চলা হনুমান আক্রমণের বিষয়ে সজাগ থাকার এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলে এর আগেও বেশ কয়েকবার হনুমান আক্রমণের ঘটনা ঘটেছে। আইসিডিএস-গামী শিশুদের নিরাপত্তার স্বার্থে বনদপ্তরকে এখনই পদক্ষেপ করতে হবে বলে দাবি তুলেছেন তারা।শেষ খবর পাওয়া পর্যন্ত, আহত শিশুকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *