আমাদের ভারত, ১১ ডিসেম্বর: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কার্যত কেন্দ্র রাজ্য সম্মুখ সমরে নেমে পড়ল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তলবে একরকম দিল্লির না যাওয়ার ইঙ্গিত দিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সচিবকে চিঠিতে তিনি লিখেছেন গোটা বিষয়টি রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। তাই আমাদের সশরীরে সেখানে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক।
বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ব্যাপারে তাদের তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডেকে পাঠানো হয় তাদের। কিন্তু তারা যাচ্ছেন না এমন ইঙ্গিত মিলেছে রাজ্য প্রশাসন সূত্রে। মুখ্য সচিব কেন্দ্রসচিবকে চিঠিতে বলেছেন গোটা বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তাই আমাদের উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হোক।
রাজ্যপাল জাগদীপ ধনখড়ের রিপোর্ট পাঠানোর পরে মুখ্য সচিবকে তলব করা হয়। নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলনা এই অভিযোগ উড়িয়ে দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়, ‘গোটা বিষয়টি রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। বুলেটপ্রুফ গাড়ি এবং পাইলেট কার দেওয়া হয়েছিল ছিলেন। ৪ জন এএসপি,৮ জন ডিএসপি এবং ১৪ জন ইন্সপেক্টর ছিলেন। ৭০জন এসআই ও এএসআই, ৪০ জন র্যাফ জওয়ান, ২৫৯ জন কনস্টেবল, ৩৫০ জন সাহায্যকারী বাহিনী ছিল। কেন্দ্রীয় নিরাপত্তার’ বাইরে এই ব্যবস্থা করেছিল রাজ্য।’