পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: প্রার্থী জুন মালিয়াকে সঙ্গে নিয়ে মেদিনীপুরে জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হেলিকপ্টার থেকে মেদিনীপুরের কলেজ কলিজেট মাঠে নামেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রার্থী জুন মালিয়াকে সঙ্গে নিয়ে এক ঘণ্টা হেঁটে জনসংযোগ করেন তিনি।
কলেজ মাঠ থেকে পঞ্চুরচক, গান্ধী স্ট্যাচু, কালেক্টরি, কেরানীটোলা, নান্নুরচক, বটতলা, গোলকুয়াচক হয়ে কলেজ মাঠ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।