সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকবার্তা

আমাদের ভারত, ৩ মার্চ: সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পাঠানো মুখ্যমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, “বিশিষ্ট রাজনীতিবিদ, প্রথিতযশা ব্যারিস্টার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় (জলুবাবু) এর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯০ বছর।

কৃষ্ণনগরের সাংসদ সত্যব্রত মুখোপাধ্যায় কেন্দ্রীয় সার ও রসায়ন এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার আগে তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন।

দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিক সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু রাজনীতির জগতে এক বড়ো ক্ষতি। আমি সত্যব্রত মুখোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *