আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনে ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী, সভাস্থল পরিদর্শন জেলাশাসকের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের জন্য ঝাড়গ্রাম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) পীযূষ গোস্বামী, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) ধীমান বারুই, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অগ্নিত পুনিয়া, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার (কল্যাণ সরকার), জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সন্তু বিশ্বাস, এছাড়াও জেলার অন্যান্য আধিকারিকরা।

এদিন ঝাড়গ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন তাঁরা। স্টেডিয়ামের কোথায় মঞ্চ তৈরি হবে, কোথায় সাধারণ মানুষজন বসবে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখেন জেলা শাসক ও পুলিশ সুপার।

প্রসঙ্গত, নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের জন্য তিনি ঝাড়গ্রাম আসছেন। প্রশাসনিক সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৮ আগস্ট সন্ধ্যেবেলায় ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করবেন। তার পরের দিন ৯ আগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামের আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান করবেন। ৯ আগস্ট রাত্রিযাপন করবেন ট্যুরিস্ট কমপ্লেক্সে, তারপরের দিন ১০ আগস্ট তিনি ফিরে যাবেন। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলাজুড়ে। প্রশাসনিক স্তরের পাশাপাশি তৃণমূলের দলীয় স্তরেও প্রস্তুতি তুঙ্গে।

ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত মাহাতো বলেন, “আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের জন্য ঝাড়গ্রাম আসছেন। তিনি ঝাড়গ্রাম সফরে আসা মানে উন্নয়নের ডালি নিয়ে আসেন। প্রশাসনিক স্তরের পাশাপাশি আমাদের দলীয় স্তরে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামীকাল আমাদের দলীয় বৈঠক রয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *