বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মুখ্যমন্ত্রী, নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ৬টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। বালেশ্বরে ট্রেন ঘটনায় আহত ৬১ জন এই হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার মধ্যে ১৬ জন বিহারের রয়েছেন।

তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ধন্যবাদ জানাই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং ডাক্তার ও নার্সদের। অতিরিক্ত জেলা শাসক সুমন সৌরভ মহন্তি ওখানে থেকে এতো কাজ করেছে দেখেছি। তাছাড়া সাধারণ মানুষ এগিয়ে এসেছেন তাদেরও কৃতজ্ঞতা জানাই। মৃত পরিবারের সদস্যদের আগামীকাল ডাকা হচ্ছে, তাদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। খুব বেশি আহতদের ১ লক্ষ, তার থেকে কম আহতদের ৫০ হাজার বা ২৫ হাজার টাকা দেওয়া হবে। যতজন যাত্রী ছিলেন এরাজ্যের তাদের মধ্যে ট্রমায় রয়েছে যারা তাদের এককালীন ১০ হাজার টাকা, চার মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে। তাছাড়া খাদ্য সামগ্রী দেওয়া হবে। ১০০ বেডের ক্রিটিক্যাল ইউনিট করে দিচ্ছি এখানে। মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল ও মাদার এন্ড চাইল্ড হাব হবে। আরেকটা জায়গা আছে সেখানে এগুলি করা হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের উন্নয়ন করবো। ক্যান্সার গ্রাফ করা হবে।

যারা সুস্থ তাদের ছেড়ে দেওয়া হবে। যাদের অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন তাদের নিয়ে যেতে হবে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। বালেশ্বর, কটক, ভুবনেশ্বরের প্রশাসনিক আধিকারিকেরা কন্ট্রোল রুমে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *