পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: বেজেছে পুজোর ঘন্টা। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক দুর্গোৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের একাধিক দুর্গোৎসবের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল আমলাশুলী সর্বজনীন দুর্গোৎসব এবং গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া মহাবীর স্পোটিং ক্লাবের দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পুজো মণ্ডপে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, আইসি সদর দয়াময় মাঝি, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার প্রণব সেনাপতি, চন্দ্রকোনারোড বিট হাউসের আই সি রাজেশ পরিয়া, শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা, সাগর মন্ডল, সুশান্ত সিংহ, প্রসেনজিৎ ভুঁইঞা সহ এলাকার বিশিষ্টজনেরা।

