অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ মে:
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর সমর্থনে ঝাড়গ্রামে শিলদায় বিজয় সংকল্প সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভামঞ্চে চাঁছাছোলা ভাষায় এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্য সরকার চোর দ্বারা পরিচালিত হচ্ছে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন যে, চুরি হয়েছে রাজ্যে শিক্ষায়, এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে জেলে যেতে হবে।
তৃণমূলকে এঁদো পুকুরের সঙ্গে তুলনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানান, ২০১২ সালে তিনি লালগড়ে প্রথমে এসে প্রথম সলতে জ্বালিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে ছয় লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট হাজার চাকরি চুরি করেছেন। তৃণমূল প্রার্থী কালিপদ সরেনের উদ্দেশ্যে তিনি বলেন, সংসদে গিয়ে কি করবেন? হাত পা ছড়াবেন। কেননা মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী হল না!