মেদিনীপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, পায়ে হেঁটেই গেলেন সার্কিট হাউসে, কোলে তুলে নিলেন এক শিশুকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ২টো ৪৫- এ মেদিনীপুর শহরের বিধাননগরের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রীর কপ্টার। তাঁর জন্য গাড়ির ব্যবস্থা থাকলেও, মুখ্যমন্ত্রী পায়ে হেঁটেই রওনা দেন মাত্র কয়েকশো মিটার দূরে অবস্থিত সার্কিট হাউসের দিকে। মুখ্যমন্ত্রীকে দূর থেকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। তবে মহিলাদের সংখ্যাই ছিল বেশি। তাঁদের মধ্যেই এক মহিলার কোলে এক শিশুকে দেখে মুখ্যমন্ত্রী হাত বাড়িয়ে দেন। এরপর শিশুটিকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ আদর করার পর পুনরায় তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

স্বাভাবিকভাবেই এদিন তাপস-বিদায়ে মুখ্যমন্ত্রীর মুখে কিছুটা বিষন্নতার ছায়া দেখা গেলেও, নিজের আচরণে সেসব প্রকাশ হতে দেননি। আর, প্রিয় দিদি-কে স্বমেজাজে কাছে পেয়ে উচ্ছ্বসিত মেদিনীপুরবাসীও। বিশেষত, ‘গৃহ-লক্ষ্মী’-দের উৎসাহ ছিল বরাবরের মতোই চোখে পড়ার মতো। দেখে মনে হতে বাধ্য কে দল ছাড়ল, কে দলে এলো; সেসব নিয়ে বিশেষ মাথাব্যথা নেই এই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রাপক তথা গৃহ-লক্ষ্মীদের।

উল্লেখ্য, মঙ্গলবার মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠের প্রশাসনিক সভা থেকে প্রায় ৩৫৫ কোটি টাকার ৩৭৪টি প্রকল্প উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর এছাড়াও প্রায় ২০০০ কোটি টাকার ১২০০টি প্রকল্পের শিলান্যাসও করতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *