আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ নভেম্বর: আগামী ১৫ তারিখ মঙ্গলবার বিরষা মুন্ডার জন্ম জয়ন্তী পালনে বেলপাহাড়ির সাহারিতে যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রামের জঙ্গল মহল সফরকে কেন্দ্র করে জোর তৎপরতা শুরু হয়েছে।

বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠে তৈরি হচ্ছে বিশাল প্যান্ডেল। পাশেই তৈরি হয়েছে হেলিপ্যাড। দুপুর দুটো নাগাদ মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে। প্রশাসনিক কর্তা, সিএম সিকিউরিটি সহ দলীয় নেতৃত্ব দুপুরে সভার প্রস্তুতি ঘুরে দেখেন।

