স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ আগস্ট : “রাজনীতি করা উচিত তবে রাজ্যের যুবক যুবতীদের ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নিট ও জি পরীক্ষা নিয়ে রাজনীতি করছেন তাতে এরাজ্যের ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার খেলায় মেতে উঠেছেন।” উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে দলীয় প্রয়াত বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়িতে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।
শনিবার হেমতাবাদের প্রয়াত দলীয় বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের বাড়ি বালিয়ামোড় এসে প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তাঁর সাথে আসেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় নিট ও জি পরীক্ষা নিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ৯০ শতাংশ ছাত্রছাত্রীরা নিট ও জি পরীক্ষা দিতে রাজি, কিন্তু বিঘ্ন ঘটাচ্ছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

