তিনদিনের সফরে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজেন রায়, কলকাতা, ২৭ ডিসেম্বর: তিনদিনের সফরে গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর। করোনাকালে ফের একবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সরেজমিনে তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

দেশজুড়ে নতুন করে আতঙ্ক তৈরি করেছে করোনা। ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। এই আবহে আর কিছুদিনের মধ্যেই গঙ্গাসাগর মেলা। মেলার প্রস্তুতি তুঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। গঙ্গাসাগর মেলার জন্য এবার বিশেষ প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সংক্রমণ এড়িয়ে পুন্যার্থীদের পুণ্য অর্জনে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও বাড়তি দৃষ্টি রয়েছে প্রশাসনের।

মেলা প্রাঙ্গণেই থাকছে করোনা পরীক্ষা কেন্দ্র। রাখা হচ্ছে অ্যাম্বুল্যান্স। প্রতি বারের মতো এবারও চিকিৎসক, নার্স থেকে শুরু করে অন্য স্বাস্থ্য কর্মীরাও থাকছেন। করোনার জন্য এবারও বাড়তি একগুচ্ছ সুরক্ষা নিচ্ছে প্রশাসন।

মঙ্গলবার ২৮ ডিসেম্বর গঙ্গাসাগরে পৌঁছে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সাগরে গিয়ে প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *