উত্তর ২৪ পরগনার হাবড়ায় মেগা পাওয়ারলুম কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি:
উত্তর ২৪ পরগনার হাবড়ায় উদ্বোধন হল মেগা পাওয়ারলুম কেন্দ্র। সোমবার কলকাতা থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই প্রকল্পের উদ্বোধন করেন।

হাবড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বাণীপুর ও অশোকনগর স্পিনিং মিল এলাকায় ৫০ একর জমির উপর এই প্রকল্প গড়ে তোলা হচ্ছে। ৩২০০ মেট্রিকটন বস্ত্রবয়ন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই মেগা পাওয়ারলুম কেন্দ্র বৃহত্তর হাবড়া অশোকনগরের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে অশোকনগর ও হাবড়ার এই পাওয়ারলুম কেন্দ্রে ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সরকারের তরফে গোটা প্রোজেক্টের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার বাপীপুরে প্রায় ১১ একর জায়গায় পাঁচটি পাওয়ারলুম শেড তৈরি করা হচ্ছে। নেতাজি ইন্ডোর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবড়া, অশোকনগর এলাকার এই ইউনিট টেক্সটাইলের নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে রাজ্য সরকার।

সোমবার এই টেক্সটাইল হাব উদ্বোধনকে কেন্দ্র করে এলাকার সাধারন মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যে সময় কলকাতা থেকে টেক্সটাইল হাব উদ্বোধন করেন, সেই সময় উদ্বোধন স্থলে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “হাবড়া, অশোক নগরের নাগরিকদের জন্য এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বড় উপহার। ১০ হাজার মানুষের কর্মংস্থান হবে এই টেক্সটাইল হাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *