নীল বনিক, আমাদের ভারত, ৬ জানুয়ারি: জেএনইউ–এর ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, পাকিস্তানে ফান্ডামেন্টালিজম চলে। কিন্তুু ভারতবর্ষ গণতন্ত্রের দেশ। বিজেপি সরকার বর্তমানে দেশে ধর্মীয় মেরুকরণ চালাচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার গঙ্গাসাগরে গিয়ে এই অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন বিজেপি সরকার সাংবিধানিক পদগুলিকে নিজের মতো করে চালাতে চাইছেন। বিজেপি নেতাদের কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে। যা কেন্দ্রীয় বাহিনীর কাজ নয় বলে জানান মুখ্যমন্ত্রী। অবিলম্বে জেএনইউ–এর ঘটনার তদন্ত হওয়া উচিত বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি গতকালের রাতের ঘটনায় স্তম্ভিত। আমি ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এই ধরনের ঘটনা গণতন্ত্রে হওয়া উচিত নয় বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়।