আমাদের ভারত, ১০ অক্টোবর: রাজ্যে আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় বিহারের মতোই এস আই আর করার তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনারের দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এসেছিল রাজ্যে। কিন্তু এই এস আই আর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এস আই আর করার জন্য অমিত শাহ’র বিরুদ্ধে তোপ দেগেছেন। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
এস আই আর- এর বিরুদ্ধে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী অমিত শাহকে মিরজাফরের সঙ্গে তুলনা করেছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, রাজ্যে কোনো ভাবেই এস আই আর করা যাবে না।
কিন্তু আগামী ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে এস আই আর- এর প্রস্তুতি পর্ব শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফলে এটা স্পষ্ট হয়ে গেছে, তৃণমূল আপত্তি করলেও রাজ্যজুড়ে এস আই আর হতে চলেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, “এস আই আর অমিত শাহ করাচ্ছেন না। এস আই আর নির্বাচন কমিশন করাচ্ছে। ফলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে এস আই আর হবে কিনা। আর কমিশন সিদ্ধান্ত নিয়েছে এস আই আর হবে। এর আগেও গোটা দেশে এস আই আর হয়েছে। ১৯৫২ সাল থেকে সম্ভবত শুরু হয়েছে। ২০০২ থেকে ২০০৩ সালেও হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর এসব মন্তব্য করে কোনো লাভ নেই। এস আই আর- এর সঙ্গে এন আর সি’কে জুড়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। এর আগেও সিএ এ’র সঙ্গে এন আর সি’কে জুড়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি।”

