জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ অক্টোবর: উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের তরফে জানা গিয়েছিল। আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) ও ৭ অক্টোবর (বুধবার) মুখ্যমন্ত্রী যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে দুটি প্রশাসনিক সভা করবেন বলে জানাগেছে। ৬ অক্টোবর, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের চৌরঙ্গির কাছে, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর। পরের দিন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলায় একটি প্রশাসনিক সভা করবেন।
এদিকে, আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণে অবস্থিত (চৌরঙ্গির মোড়ের কাছে) বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের সভাস্থল পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেন রাজ্য পুলিশের নিরাপত্তা মহানির্দেশক এডিজি বিবেক সহায়। তাঁর সঙ্গে ছিলেন, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
জেলাশাসক ডঃ রশ্মি কমল, এসপি দীনেশ কুমার ছাড়াও ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।