আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১০ এপ্রিল: রাজ্য সরকারের পক্ষ থেকে যখন রাজ্যবাসীকে বার বার বলা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে গুজব রটানো বা গুজবে কান না দেওয়ার কথা। ঠিক তখনই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুজব রটানোর অভিযোগ উঠল। অভিযোগ আনলেন এগরার এক বাসিন্দা।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস নন্দ এগরা থানায়
ইমেইলের মাধ্যমে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুজব রটানোর। আশিস নন্দর অভিযোগ, গত ৬ এপ্রিল অর্থাৎ সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এগরায় একই পরিবারের ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত। যা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিমূলক। এই খবরে এগরার মানুষ বিভ্রান্ত হয়েছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন। আশিস নন্দ এই খবরটাকে গুজব বলে অভিযোগ করছেন। তিনি এগরা থানায় ইমেইলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামে অভিযোগ করেছেন। এগরার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস নন্দর এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক দপ্তরে।