পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হুগলির পুড়শুড়া থেকে ফেরার পথে তিনি ঘাটালের রানীরবাজারে এসে পৌঁছোন। সেখানে তিনি বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। দুর্গতদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্য। বাঁচাতে গিয়ে সবকটা গেট খুলে দিয়ে লক্ষ লক্ষ কিউশেক জল একসাথে ছেড়ে বাংলার মানুষকে ডুবিয়ে মারা হচ্ছে।” এই বন্যাকে তিনি ‘ম্যান মেড বন্যা’ বলে অভিযোগ করেন।
উল্লেখ্য, টানা কয়েকদিন বৃষ্টিপাত আর ডিভিসি ব্যারেজের অতিরিক্ত পরিমাণ ছাড়া জলে বন্যায় বিপর্যস্ত দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলা পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আক্ষেপের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নিজেদের রাজ্য বাঁচাতে গিয়ে বিজেপি সরকার বাংলাকে বার বার দুর্যোগের মুখে ঠেলে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার নদীগুলো ড্রেজিং না করার ফলে জল ধারণ ক্ষমতা হারাচ্ছে। অন্যদিকে হঠাৎ হঠাৎ লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়ে বন্যায় বাংলাকে ডুবিয়ে মারছে ডিভিসি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।