কুমারেশ রায়, আমাদের ভারত,মেদিনীপুর, ১৫ অক্টোবর: আজ বিকেলে ঘাটালে ন্যাশনাল বয়েজ ক্লাবের পরিচালনায় যুব ও ক্রীড়া সংস্থা আয়োজিত পুজো কমিটির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মহকুমার মধ্যে একমাত্র এই পুজো কমিটির পুজো মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। অনুষ্ঠানে ছিলেন ঘাটালের এসডিও অসীম পাল, ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, পুরসভার প্রশাসক বিভাস ঘোষ সহ অন্যান্যরা।
উল্লেখ্য, এই বছরে ক্রীড়া ও যুব সংস্থা পুজো কমিটির পুজো ৩৪ বছরে পড়ল।বিধায়ক শঙ্কর দলুই বলেন, মুখ্যমন্ত্রী এই পুজো কমিটির পুজো উদ্বোধন করায় আমরা গর্বিত। তিনি একদিকে দুর্যোগ সামলাচ্ছেন আবার অন্যদিকে করোনা পরিস্থিতির মোকাবিলা করছেন। এর আগে কখনো ঘাটাল মহকুমাতে কোনও পুজো কমিটির পুজো রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা উদ্বোধন হয়নি। ন্যাশনাল বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক শুভাশিস মন্ডল বলেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের পুজো কমিটির পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন।