পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: গতকাল মেদিনীপুর সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার বিকেল ৩টা ৪৫ নাগাদ মেদিনীপুরের কলেজ ও কলেজিয়েট মাঠে তিনি হেলিকপ্টারে পৌঁছন।
তারপর সেখান থেকে সার্কিট হাউসে প্রবেশের আগে বিভিন্ন রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। সার্কিট হাউসের আগে মুখ্যমন্ত্রীর জন্য বহু কর্মী সমর্থক ভিড় করেছিলেন। তাদের দেখে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে নেমে পড়েন। প্রথমে ভিড়ে থাকা ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এক মহিলার কোলে থাকা শিশুকন্যাকে কোলে নেন মুখ্যমন্ত্রী। শিশুটির কান্না থামানোর চেষ্টা করেন, এরপর সুকৃতি হাজরা নামে এক ছাত্রীর কোলে শিশুটিকে দেন।

৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের নেতৃত্বে অনেক ছোট ছোট পড়ুয়া বিভিন্ন প্রতীকি সাজে রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু প্রভৃতি প্রকল্পের প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দাঁড়িয়ে ছিল মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। তাদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ব্যবহারে আপ্লুত গোটা শহরবাসী।

