পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে বুধবার ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক সভা করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, এদিন বাঁকুড়ার খাতড়ায় জনসভা করে এদিন দুপুর ২ টা ২৫ মিনিটে কপ্টারে ঝাড়গ্রামে পৌঁছান মুখ্যমন্ত্রী।
পর্যটন উন্নয়ন নিগমের ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে রাত্রিযাপন করবেন তিনি। পরদিন বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান ও প্রশাসনিক জনসভা করবেন মুখ্যমন্ত্রী।