Chief Minister, Sukanta advises Mamata, Champai Banerjee, “জেলে ভরলে ফুটো করে বেরবো,” গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ মু্খ্যমন্ত্রীর, মমতাকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখার পরামর্শ দিলেন সুকান্ত

আমাদের ভারত, ১ ফেব্রুয়ারি:
বুধবার রাতে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। গ্রেপ্তারের ঠিক আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। আর এর পরেই এই ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে নিজের গ্রেপ্তার হবার আশঙ্কা প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রীও।

হেমন্ত সোরেনের গ্রেপ্তার হবার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সিটিং মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা যে অসম্ভব কিছু নয়, সে কথা মনে করিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে সাংবাদিকদের বিজেপি নেতা বলেছেন, হেমন্ত সোরেনের গ্রেফতারি আশাকরি কিছু লোকের চোখ খুলে দিয়েছে। কেউ মুখ্যমন্ত্রী হলেও তিনি গ্রেপ্তার হতে পারেন।

হেমন্ত সোরেনের গ্রেফতারের আশঙ্কা অনেক আগেই থেকেই তৈরি হয়েছিল। সেই মতো পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও বিভিন্ন গুঞ্জন চলছিল। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড পর্ব শেষে হেমন্ত সোরেনকে নিয়ে ঝাড়খণ্ডের রাজভবনে যায় ইডি। সেখানে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্তের অনুগত সৈনিক চম্পাই সোরেন’কে নির্বাচিত করা হয়। যদিও রাজভবন থেকে এখনও ডাক পাননি চম্পাই সোরেন। সেই প্রসঙ্গ টেনে বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সেজন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে।”

প্রসঙ্গত হেমন্ত সরেনের গ্রেফতার এবং সুকান্ত মজুমদারের এহেন মন্তব্যের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও নিজের গ্রেপ্তারি নিয়ে আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল। বৃহস্পতিবার শান্তিপুরে এক প্রশাসনিক জনসভায় সেই আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমাকে জেলে পুরলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো।” মমতা বলেছেন, ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিল। আমাকেও যদি জেলে পোরে আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছে। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার জোতদার। চোরের মায়ের বড় গলা। ফাঁকা কলসির বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় থাকবে না সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *