করোনা সুনামি! আরও অ্যাম্বুল্যান্স-হাসপাতালে বেডের ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১৯ অক্টোবর: তৃতীয়াতেই দৈনিক ৪০০০ প্রায় ছুঁয়ে ফেলেছে সংক্রমণ। একই সঙ্গে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এবার আগে থেকেই আরও অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালে বেডের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

পুজোর শেষ মুহূর্তের আগে নবান্নের উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, রাজ্য নিরাপত্তা উপদেষ্টা, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতা ও হাওড়া কর্পোরেশনের কমিশনার, বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও ছিলেন সকল জেলাশাসক, পুলিশ সুপার, অন্যান্য পুলিশ কমিশনার ও জেলার স্বাস্থ্য আধিকারিকরা। ওই বৈঠকে নিজে উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনে বৈঠকের খোঁজখবর নেন।

সেখানে তিনি আরও একবার পুজোয় মাস্কের আবশ্যকতার কথাও উল্লেখ করেন। সকলে মাস্ক পরছেন কি না, তা পুলিশ প্রশাসনকে নজর রাখার নির্দেশও দেন তিনি। তারপরই পরিস্থিতির গুরুত্ব বিচার করে হাসপাতালে আরও বেশি সংখ্যক বেড এবং অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখার নির্দেশ দেন তিনি। আগামী দিনে করোনা সংক্রমণের চেহারা কি হতে চলেছে, তা মুখ্যমন্ত্রীর এই নির্দেশ থেকেই অনুমান করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *