আমাদের ভারত, ২১ এপ্রিল: ডলি রায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “ডলি রায়ের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ডলি রায়। এই কঠিন সময়ে আমি মানসিকভাবে সৌগত রায় এবং শোকাহত পরিবারের সাথে রয়েছি। প্রার্থনা করছি ওঁদের জন্য। মহান কৃতিত্বের একজন মহিলার উষ্ণ উপস্থিতি ছিল আমাদের মধ্যে। তার খুব অভাব বোধ করব।“
এর আগে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর থেকে এদিন প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায়
লেখা হয়েছে, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (ও সাংসদ শ্রী সৌগত রায়ের স্ত্রী) ডলি রায়ের আকস্মিক প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রীমতী ডলি রায়, আমাদের সবার ডলি বৌদি, নিজের পেশায় একজন সফল নারী ছিলেন। আপন কৃতিত্বে তিনি তাঁর কর্মক্ষেত্রে শীর্ষে আরোহণ করেছিলেন। সেই সঙ্গে তাঁর সামাজিক শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত, সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম। সৌগতদা আর ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা।
আমি সৌগতদা সহ ডলিদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

