নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জানুয়ারি:
গঙ্গাসাগর মেলার খরচ নিয়ে নাম না করে কেন্দ্রীয় সরকারকে আক্রমন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করে তিনি বলেন, মেলার সব খরচ বহন রাজ্য সরকার করে। নাম না করে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, মেলার খরচ বাবদ কেউ একপয়সাও দেয় না। আগে মেলার পরিকাঠামো কিছুই ছিল না। বর্তমান সরকার মেলার পরিকাঠামো উন্নতি করেছে। তবে গঙ্গাসাগর মেলা শান্তিতে শেষ করতে পূণ্যার্থীদের কাছে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, আমি পূণ্যার্থী ও সন্যাসীদের কাছে আবেদন রাখছি আপনারা পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন। রাজ্য সরকার মেলায় সবরকম ব্যাবস্থা করেছে। যাতে সবাই শান্তিতে পূণ্যস্নান করতে পারেন। বাংলার বাইরে থেকে আসা সকল পূণ্যার্থীদের এদিন শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা সবাই আমাদের অতিথি। আমি আপনাদের জন্য মেলায় সবকিছুর ব্যাবস্থা করেছি। তবে আপনারা পুলিশের সঙ্গে সহযোগিতা করে মেলাকে সুন্দর করে তুলবেন।