Chief Justice, Delhi blasts, দিল্লি বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ প্রধান বিচারপতির

আমাদের ভারত, ১১ নভেম্বর: লালকেল্লার বাইরে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি বি আর গাভাই। বললেন, এই ঘটনা “কাপুরুষোচিত ও নির্মম”।

শনিবার সকালে সুপ্রিম কোর্ট খোলার সময় প্রধান বিচারপতি বলেন, “গতকাল দিল্লিতে যে কাপুরুষোচিত ঘটনা ঘটেছে, তা নিয়ে আমরা সবাই ব্যথিত। লালকেল্লার বাইরে গাড়ি বিস্ফোরণে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীদের তরফে গভীর সমবেদনা জানানো হয়েছে। আদালতে দু’মিনিট নীরবতাও পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *