ঝাড়গ্রামে চিচিড়া স্বামী বিবেকনন্দ গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির ও সমাজসেবীদের সংবর্ধনা

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩০ জুলাই: শহরাঞ্চলের পাশাপাশি রক্তদানে এগিয়ে আসছেন গ্রামের যুবক যুবতীরাও। রক্তের চাহিদা মেটাতে রবিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিড়া গ্রাম পঞ্চায়েতের চিয়াপাড়া গ্রামে অনুষ্ঠিত হল প্রথম রক্তদান শিবির। চিচিড়া স্বামী বিবেকনন্দ গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির ও সমাজসেবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই এলাকায় এই প্রথম রক্তদান শিবির অনুষ্ঠিত হল। চিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই রক্তদান শিবিরে প্রায় ৩০ জনের বেশি রক্তদাতা রক্তদান করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম কুমুদ কুমারি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিকা বিশ্বজিৎ সেনগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী তনুকা সেনগুপ্ত, মণিকা রাউত, মল্লিকা মাহাতো, অঞ্জন জানা, তুষার দণ্ডপাট। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সমাজসেবীরা।

প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, “বর্তমান দিনে রক্তের একটা বড় সংকট দেখা দিয়েছে। সেই জায়গায় শহরাঞ্চলের পাশাপাশি যেভাবে গ্রামাঞ্চলের যুবক যুবতীরা রক্তদানে এগিয়ে আসছেন তা খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। এর থেকে বোঝা যাচ্ছে গ্রাম বাংলার মানুষ কতটা সচেতন। এই উদ্যোক্তাদের আমি ধন্যবাদ জানাই”।

চিচিড়া স্বামী বিবেকনন্দ গ্রাম বিকাশ কেন্দ্র নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রায়ই সমাজ কল্যাণমূলক বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করে থাকে। সংগঠনের সম্পাদক কৌশিক দাস বলেন, “বর্তমান সময়ে রক্তের একটা সংকট রয়েছে। সেই রক্তের সঙ্কট দূরীকরণের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই গ্রামে এই প্রথম রক্তদান শিবির আয়োজিত হয়েছে। মানুষ উৎসাহের সঙ্গে রক্তদান করছেন। এর পাশাপাশি ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জোনের ৫৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের আমরা সংবর্ধনা জানালাম আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *