জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ সেপ্টেম্বর: আজ শনিবার দুপুর দুটো নাগাদ বেলপাহাড়ি থানা এলাকার বামুনডিহা গ্রামে চৌরঙ্গী যুব সমাজ ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতোকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সমীর মাহাতো, দলের বেলপাহাড়ি অঞ্চল সভাপতি দুর্গেশ মাহাতো, বিনপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা, বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুশ্রী কর। অনুষ্ঠানে আনুমানিক ২০০ জন উপস্থিত ছিলেন। ক্লাবটি তৃণমূল কংগ্রেস কর্মীদের দ্বারা পরিচালিত বলে
জানাগেছে।
ছত্রধর মাহাতো জেল থেকে মুক্তি পেয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে বলে দলীয় সুত্রের খবর।