জে মাহাতো, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর: শুভেন্দু অধিকারীর এই দল ছাড়ি এই দল ছাড়ি অবস্থায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের দায়িত্ব দিতে চলেছেন ছত্রধর মাহাতোকেl সোমবার মেদিনীপুরে ছত্রধরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেরকমই কথা হয়েছে বলে জানা গেছেl
ছত্রধর মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁকে জঙ্গলমহল এলাকায় ভালোভাবে কাজ করতে বলেছেনl তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁর অতীতের লড়াই স্মরণ করেই এই দায়িত্ব দিচ্ছেনl
এদিকে ছত্রধর যখন মমতার কাছ থেকে জঙ্গলমহল দেখার দায়িত্ব পাচ্ছেন তখন এতদিন জঙ্গলমহলের দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারী ছিলেন কলকাতায়। সোমবারের জনসভায় বা আলোচনায় কোনওভাবেই শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলা হয়নিl ছত্রধর মাহাতোদের লালগড় আন্দোলনের সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তাহীন অবস্থায় জঙ্গলমহলে ছত্রধর মাহাতোদের বাইকে ঘুরে বেড়িয়েছেনl ওই সময় দীর্ঘ অবরোধ ও রাস্তা কেটে দেওয়ায় পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী এলাকায় ঢুকতে পারেনিl এক সময় নন্দীগ্রাম থেকে জঙ্গলমহলে যে শুভেন্দু অধিকারী ছিল সর্বাধিনায়ক সোমবার তাঁর নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ যদি তৃণমূলকে ব্ল্যাকমেল করে বিপদে ফেলার চেষ্টা করে তবে তা ব্যর্থ হবেl উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রীর সভায় পূর্ব মেদিনীপুরের দুজন সাংসদই অনুপস্থিত ছিলেনl যে কজন বিধায়ক শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত তাদের মধ্যে একজন বাদে মুখ্যমন্ত্রীর সভায় প্রায় সকলেই উপস্থিত ছিলেন। ছিলেন না শুভেন্দু সহ বনশ্রী মাইতিl মেদিনীপুরের সভায় প্রায় সকলেই উপস্থিত থাকায় পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক অনুকূল পরিস্থিতি সম্পর্কে দলনেত্রী অত্যন্ত আত্মবিশ্বাসী বলে জানা গেছে l