একটি বিশেষ সম্প্রদায়ের উদ্দেশ্যে কু- কথা বলার জন্য বহিস্কৃত হলেন ছাত্রপরিষদ নেতা অর্ঘ্য গণ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১০ সেপ্টেম্বর: একটি বিশেষ সম্প্রদায়কে গালিগালাজ করার জন্য কলকাতা জেলা ছাত্রপরিষদের সভাপতির পদ থেকে অর্ঘ্য গণকে বহিস্কার করল কংগ্রেস। বৃহস্পতিবার তাকে বহিস্কার করা হয়েছে।

প্রসঙ্গত, অর্ঘ্য গণের একটি অডিও বার্তা কয়েকদিন আগে ভাইরাল হয়। সেই অডিও বার্তাতে অর্ঘ্য গণের বেশকিছু আপত্তিকর কথা শোনা যায়। তবে সেই অডিও বার্তা আমাদের ভারত যাচাই করেনি। এবিষয়ে অর্ঘ্য গণের দাবি, অডিও বার্তাটা ভুয়ো। তিনি এব্যাপারে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে তাকে ছাত্রপরিষদের তরফে যে শোকজ করা হয়েছে তা তিনি মেনে নিয়েছেন।

অর্ঘ্য গণ বলেন, আমি আমার শোকজের জবাব সংগঠনকে দিয়েছি। সংগঠন ও দলের যাতে বদনাম না হয় তার জন্য আমি আগেই পদত্যাগ করেছি। আমি চাই না আমার জন্য কংগ্রেসের বদনাম হোক। নির্দোষ প্রমাণ করেই সংগঠনে ফিরে আসবো বলে জানান অর্ঘগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *